প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা থেকে চর্মরোগ কমানোর লক্ষ্যে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন একটি বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর হোপ হসপিটাল, চেইন্দা, দক্ষিন মিঠাছড়িতে একটি ‘স্কীন (চর্মরোগ) হেলথ্ কেয়ার’ ক্যাম্প আয়োজন করতে হচ্ছে। উক্ত স্কীন (চর্মরোগ) হেলথ্ কেয়ার ক্যােম্প চর্মরোগ বিশেষজ্ঞ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং দেশের অন্যান্য স্বনামধন্য হাসপাতালসমুহের) সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত রোগী দেখবেন। চর্মরোগের ফ্রি চিকিৎসার এটি একটি মহৎ উদ্যোগ।

এছাড়াও হোপ হসপিটালে প্রতি বুধবার বিশ্বের অত্যাধুনিক টেলিমেডিসিন ডিভাইস্ এর মাধ্যমে আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শে চর্মরোগ ও আন্যান্য রোগের সম্পুর্ন ফ্রি চিকিৎসা প্রদান করা হচ্ছে। আগ্রহী রোগীদের অতিদ্রুত রেজিস্ট্রেশন করার জন্য এই মোবাইল নং ০১৮১৮৯২৮৪৯৩ অথবা রিসিপশন, হোপ হসপিটাল, চেইন্দা, দক্ষিন মিঠাছড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রসঙ্গত,, হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন ১৯৯৯ সাল থেকে কক্সবাজারের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। এ প্রসঙ্গে হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতিখার মাহমুদ মিনার বলেন, ‘‘কক্সবাজারের প্রত্যন্ত গ্রাম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের গর্ভবতী, নিরাপদ ডেলিভারী ও প্রসব পরবর্তী মায়েদের ও নবজাতক এবং শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যেই হোপ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে হোপ হসপিটাল ফিস্টুলা রোগীদের চিকিৎসায় যথেষ্ট সুনাম অর্জন করেছে। দেশব্যাপি ফিস্টুলা চিকিৎসা প্রদানের লক্ষ্যে হোপ ফাউন্ডেশন চেইন্দা, দক্ষিণ মিঠাছড়িতে ৭৫ শষ্যাবিশিষ্ট একটি ফিস্টুলা হসপিটালের নির্মান কাজ চলমান রয়েছে। আগামী বছরের শেষ নাগাদ ফিস্টুলা হসপিটালটি চালু হবে বলে আশা করা যাচ্ছে।”