মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট জহিরুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে স্কয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এর আগে এডভোকেট জহিরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১ ডিসেম্বর শনিবার রাত্রে চট্টগ্রাম শহরের সিএইচসিআর হাসপাতাল থেকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা স্কায়ার হাসপাতালে নেয়া হয়। স্কয়ার হাসপাতালের সিসিইউ’তে এডভোকেট জহিরুল ইসলামের তিনদিন চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ৪ ডিসেম্বর কেবিনে স্থানান্তর করা হয় বলে তাঁর চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডাঃ মাহবুব মনসুর জানিয়েছেন।
এডভোকেট জহিরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ব্যাংকার জাহেদুল ইসলাম জানান, কক্সবাজার শহরের বায়তুশ শরফ সড়কে এডভোকেট জহিরুল ইসলাম তাঁর নিজ বাসভবনে ডায়াবেটিস, ব্রেইনস্টোক ও হৃদরোগে অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ নভেম্বর শুক্রবার সকালে এডভোকেট জহিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শুক্রবারই সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নিয়ে সিএইচসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যাংকার জাহেদুল ইসলাম তাঁর পিতার সুস্থতার জন্য মহান আল্লাহতায়লার রহমত ও সকলের কাছে দোয়া চেয়েছেন।