ইমাম খাইর, সিবিএনঃ
বুধবার (৫ ডিসেম্বর) ছিল কক্সবাজার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীদের ক্লাসপার্টি। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় যোগ হয় নতুন মাত্রা। এ দিনটিতে স্কুল ক্যাম্পাসে মিলিত হয়েছিল সব শ্রেণীর শিক্ষার্থী। হেসে খেলে মুখরিত করে প্রাণের প্রতিষ্ঠান। বাদ যায়নি তাদের অভিভাবকরাও। যে যার মতো গান করেছে। খেলা করেছে। শিক্ষার্থী, অভিভাবকদের সাথে আনন্দে যোগ দেয় শিক্ষকরাও।
আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অাঙ্গিনাজুড়ে বয়ে যায় আনন্দের বন্যা। সব আয়োজন শেষে অভিভাবক, শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মুলতঃ ক্লাসপার্টি ঘিরেই আয়োজনটি ছিল চমৎকার অংশগ্রহণমূলক।
স্কুল পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে ক্লাসপার্টি আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাগতম জানিয়ে বক্তৃতা করেন স্কুলের পরিচালক এডভোকেট মোহাম্মদ নেজামুল হক, অধ্যাপক ফরিদুল আলম, ছৈয়দুল হক আজাদ, শহীদুল ইসলাম চৌধুরী রাসেল, শাহেদুল ইসলাম, মোহাম্মদ ফেরদৌস, রিয়াজ উল্লাহ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক সাজেদা বেগম।
পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক ঈষিতা ও রাজিব হাসান নয়ন।
শিক্ষকদের মধ্যে সার্বিক সহায়তায় ছিলেন মর্জিনা আকতার, টুম্পা, তাসমিনা, আয়েশা, শিলা, অর্পিতা প্রমুখ।

উল্লেখ্য, কক্সবাজার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান পৃষ্ঠপোষক তথ্য যোগাযোগ মন্ত্রী বিজয় কিবোর্ডের জনক মোস্তফা জব্বার।