কামাল শিশির, রামু:
১৪ দফা দাবিতে কক্সবাজার সাগর পাড়ের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)র চট্রগ্রাম বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও বিজয় শোভা যাত্রা।
১ ডিসেম্বর দেশের সকল পেশাদার সাংবাদিকদের ওয়েজবোর্ডের সুযোগ-সুবিধা প্রদান, সাংবাদিক নির্যাতন বন্ধসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে শোভাযাত্রাটি কক্সবাজার সদরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ শেষে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এসে শেষ হয়।
নির্ধারিত সূচি অনুয়ায়ী পবিত্র কোর’আন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রায় তিনশ সাংবাদিকের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে আালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
এছাড়া সমাবেশে বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।কক্সবাজার জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, সংগঠনের কক্সবাজার জেলা আহবায়ক মিজানুর রশিদ মিজান, সদস্য সচিব জসিম উদ্দীন জিহাদ ও যুগ্ম-আহবায়ক মোং শহিদুল্লাহ।
এসময় বক্তারা ১৪ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের কলম আর ক্যামরা মাথা নত করে না। এ স্বাধীন দেশে মুক্ত গণমাধ্যম কর্মীরা নির্যাতনের স্বীকার হবে এটা মেনে নেওয়া যায় না। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা করে কলম থামিয়ে দেয়া যাবে না। সাংবাদিকরা এদেশের বোঝা নয়, সম্পদ। আমরা এদেশের গণমানুষের কথা বলি, গণ মানুষের কথা লিখি।
বক্তারা আরো বলেন, আমাদের কথা কেউ বলে না, লেখেও না। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। সাংবাদিকদের রুটি-রুজি ও মর্যাদার ব্যবস্থা করুক।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন, বিএমএসএফ’র সহ সভাপতি মো. আকরাম হোসেন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, কেন্দ্রীয় আইন সস্পাদক অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, ফেনীর সভাপতি জসিম মাহমুদ, কক্সবাজার কমিটির আহবায়ক মিজানুর রশিদ মিজান, বাক্ষনবাড়িয়া সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম কমিটির আহবায়ক কেএম রুবেল, চট্টগ্রাম দক্ষিন জেলার সদস্যসচিব সোনাগাজি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক হিরণ, সেভ দ্যা রোড প্রতিষ্ঠাতা মোমিন মেহেদি, চাপাইনবাবগঞ্জের বিএমএসএফ কমিটির আহবায়ক মো. ফয়সল আজম অপুম, কক্সসবাজার জেলা কমিঠির সহ-সভাপতি কামাল শিশির,ক্রীড়া সম্পাদক মাসেদুল হক আরমানসহ চট্টগ্রাম বিভাগীয় ১১ টি জেলার মফস্বল সাংবাদিক নেতৃবৃন্দ।