মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে চারজন চিহ্নিত ও পেশাদার চোর সহ চারটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের তত্বাবধানে ও পরিদর্শক মানষ বড়ুয়ার নেতৃত্বে ২৯ নভেম্বর বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশে, সহকারী পুলিশ সুপার (সদর) মুঃ সাইফুল হাসানের দিক নির্দেশনায় এ সফল অভিযান চালানো হয়।ধৃত সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সদস্যরা হলো-উখিয়ার কাজী পাড়া মোঃ হাররুনের পুত্র মোঃ সোহেল রানা (২২), উখিয়ার ফলিয়া পাড়ার মোঃ আইয়ুবের পুত্র মোঃ কামরুল হাসান নিজাম(২৫), মহেশখালীর ফকিরাঘোনার মৃত দুদু মিয়ার পুত্র আকতার মিয়া(২৬), মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটার মৃত আবুল কালামের পুত্র আতিক উল্লাহ(৩২)। ধৃত চোরদের হেফাজত হতে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গোছে। চোরদেরকে ধৃত করার পর জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার জেলার চিহ্নিত, অভিজ্ঞ ও পেশাদার সংঘবদ্ধ মোটর সাইকেল চোর বলে স্বীকার করেছে। চোরেরা জানায়, কক্সবাজার জেলা কেন্দ্রীক বিভিন্ন উপজেলায় ও জেলা শহরে তাদের মোটর সাইকেল চোরের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে। তারা উক্ত সিন্ডিকেটের সাহায্যে নিয়মিত মোটর সাইকেল চুরি করে দ্রুত বিভিন্ন জায়গায় পাচার করে থাকে। গত ৩১ অক্টোবর সকালে কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহার ছরার বাসিন্দা জয়নাল আবেদীনের একটি মটরসাইকেল চুরি হলে তার তদন্তে ডিবির পুলিশ পরিদর্শক জনাব মানস বড়ুয়া কক্সবাজার এর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার ও চুরি যাওয়া মটর সাইকেলটিসহ
আরো তিনটি চোরাই মটরসাইকেল উদ্বার করেন। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছ বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছেন।
উদ্ধারকৃত অপর মোটর সাইকেল গুলো হলো
(১) Suzuki (Dixer) (Blue) (Single Disk)
Engine No-BGA1-267639
Chesis No-MB8NG4BBCG8146118
(২) Suzuki (Dixer) (Black) (Double Disk)
Engine No-BGA1-403360
Chesis No-MB8NG4BBEH91M034
(৩) Hero (Hunk)
Engine No-
Chesis-MB AKC18EA8AOHA

উদ্ধারকরা এই তিনটি মটর সাইকেলের প্রয়োজনীয় ডকুমেন্টসহ প্রকৃত মালিকদের গোয়েন্দা পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।