শাহেদ মিজান, সিবিএন:
গণফ্রন্টের প্রার্থী হয়ে একাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের আলোচিত ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতনামা পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিম। গতকাল বুধবার (২৮ নভেম্বর) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ড. আনসারুল করিম ২০০৮ সালের নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছিলেন। কিন্তু তিনি বিএনপি-জামায়াত জোটের প্রার্থী জামায়াত নেতা হামিদ আযাদের কাছে পরাজিত হয়েছিলেন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী মনোনিত হয়েছিলেন। কিন্তু জটিলতার কারণে তিনি শেষ মুহূর্তে প্রার্থীতা হারিয়ে ছিলেন। একাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু এবারও তিনি আশেক উল্লাহ রফিকের সাথে মনোনয়ন দৌড়ে পেরে উঠেননি। দলীয় মনোনয়ন পাওয়ার প্রায় সম্ভাবনা থাকলেও তিনি তার পাননি। তাই তিনি শেষ মুহূর্তে গণফ্রন্টের প্রার্থী হয়ে মনোনয় জমা দিলেন।