মোহাঃ আবু সায়েম:
প্রথম বারের মতো কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন উদীয়মান পুলিশ কর্মকর্তা সার্জেন্ট এম সাইফুর রহমান। ২৭ নভেম্বর সকাল ১১ টায় মাসিক কল্যাণ সভা কক্সবাজারের পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়।উক্ত মাসিক কল্যাণ সভার অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিঃ সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম । সভাপতিত্ব করেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন।

উক্ত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন পুলিশ কর্মকর্তাদের পুলিশী কার্যক্রমকে তরান্বিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। তন্মেধ্যে, ট্রাফিক বিভাগে যানজট নিরসনে ভূমিকা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা এবং শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী তথা ১ মাসে ৩৩৮ টি সর্বোচ্চ মামলা দায়ের ইত্যাদি বিবেচনা পূর্বক কক্সবাজার ট্রাফিক বিভাগের সার্জেন্ট এম সাইফুর রহমানকে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে সার্টিফিকেট ও অর্থ প্রদান করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আদিবুল ইসলাম, নিহাদ আদনান তাইয়্যান (উখিয়া সার্কেল) সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মতিউল ইসলাম, রতন কুমার দাশ গুপ্ত( মহেশখালী সার্কেল)সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল বণিক, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইকুল ইসলাম ভুঁইয়াসহ কক্সবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সাইফুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, সততা এবং ন্যায় নীতিকতাকে সামনে রেখে কাজ করলে সফলতা লাভ করা যায়। প্রতিটি পুরস্কার কাজের গতিকে তরান্বিত করে। সহকারী পুলিশ সুপার বাবুল বণিকের সার্বিক তত্ত্বাবধানে যানজটমুক্ত কক্সবাজার রুপান্তরে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কক্সবাজার শহরকে অধিকতর যানজটমুক্ত করে, অবৈধ ফিটনেসবিহীন যানবাহন প্রতিরোধে কাজের গতি উন্নত এবং আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।