সিবিএন ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়েছে রিটের ওই আবেদন আবেদনে।

সুপ্রিম কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেন গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেনন।

রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানিয়েছেন, রিট আবেদনে দুটি যুক্তি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে।

এছাড়া সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু তারা সরকারি আমলা হওয়ায় অতীতে তাদের স্বাধীনভাবে কাজ করার কোন অভিজ্ঞতা ছিলো না।