নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ, উখিয়ার কৃতি সন্তান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম এডভোকেট এ.কে আহমদ হোসাইনের স্মরণে এক নাগরিক শোক সভা কক্সবাজারস্থ উখিয়া সমিতির উদ্যোগে হোটেল সিলভার সাইনের সম্মেলন কক্ষে গতকাল ২৪ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

প্রয়াত এই রাজনীতিবিদের জীবন আলেখ্য স্মরণ করতে গিয়ে বক্তাগণ বলেছেন- মরহুম এ.কে আহমদ হোসাইন ছিলেন কক্সবাজারের রাজনীতির ক্ষণজন্মা এক পুুরুষ। তিনি ছিলেন একাধারে কক্সবাজারের সেরা আইনজীবী, সেরা রাজনীতিবিদ, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে একজন গ্রহণ যোগ্য অমায়িক ব্যক্তি। সর্বোপরি একজন ভাল মানুষ। তাঁর মৃত্যুতে কক্সবাজারে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। তিনি ছিলেন কক্সবাজার শহরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উখিয়ার সর্বস্তরের মানুষের একজন যোগ্য অভিভাবক। তাঁকে হারিয়ে উখিয়াবাসী প্রকৃত দরদি অভিভাবককে হারাল।

কক্সবাজারস্থ উখিয়া সমিতির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিন্দ্র বিজয় বড়ুয়া ও অধ্যাপক মোহাম্মদ ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী, শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমেদ, মুক্তিযোদ্ধা এস.এম কামাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল, এড. সুনীল কুমার বড়ুয়া, চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।

মরহুমের জৈষ্ঠ পুত্র এড. সাঈদ হোসাইন শাহেদ, পুত্র জাহেদ হোসাইন হেলাল, অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজ, অধ্যাপক মোহাম্মাদ উল্লাহ, অধ্যাপক বেলাল, পুলিশ কর্মকর্তা শাকের আহমদ, রাজনীতিবিদ এম মোক্তার আহমদ, সাতকানিয়া লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুলক, এড. এহসান, রশিদ আহমদ প্রমূখ। স্মরণ সভার শেষান্তে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মরহুমের জামাতা মৌলানা আবুল ফজল।