মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং এর বিহার অধ্যক্ষ উপন্ডিত মহাথেরো ২৪ নভেম্বর শনিবার রাত পৌনে আটটায় পরলোক গমন করেছেন। বৌদ্ধ ধর্মালম্বীদের কক্সবাজার অন্ঞ্চলের শীর্ষ ধর্মীয় গুরু অধ্যক্ষ উপন্ডিতের মৃত্যুকালে বয়স ৮৩ বছর হয়েছিল বলে ছাত্রদলের কক্সবাজার জেলার সাবেক সহ সভাপতি বিপ্লবী কানন বড়ুয়া বিশাল জানিয়েছেন। উপন্ডিত মহাথেরো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

শোক প্রকাশ
লুৎফুর রহমান কাজল:
বৌদ্ধ ধর্মীয় অধ্যক্ষ উপন্ডিত মহাথেরো পরলোকগমন করায় কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর কাজল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক বলেন, মহাথেরো পরলোক গমন করায় জেলাবাসী প্রবীন একজন ধর্মীয় নেতা হারাল এবং বৌদ্ধ সম্প্রদায় তাদের একজন অভিবাবককে হারিয়েছেন।
এড. দীপংকর বড়ুয়া পিন্টু :
অগ্গমেধা ক্যাং বিহারের অধ্যক্ষ উপন্ডিত মহাথেরো পরলোকগমন করায় বৌদ্ধ ধর্মীয়। কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু গভীর শোক প্রকাশ করেছেন। উপন্ডিতের পরলোকগমনের শূণ্যতা সহজে পূরণ হবেনা এবং বৌদ্ধ সম্প্রদায় তাদের একজন পরম শ্রদ্ধাভাজন গুরুকে হারিয়েছেন বলে তিনি শোকবানীতে উল্লেখ করেছেন।