সিবিএন ডেস্ক :

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বিকেএসপির ফুটবলাররা বীরের মতোই দেশে ফিরলেন। ২০ নভেম্বর দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে ফাইনালে বিকেএসপি ১-০ গোলে হারায় আফগানিস্তানকে। শুক্রবার রাতে ফুটবলারা বিকেএসপিতে ফিরলে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান তাদের ফুলেল শুভেচ্ছা জানান

প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে ৬ মিনিটেই বিকেএসপির হাবিবুর রহমান বিজয় সূচক গোলটি করেন। বিকেএসপি দলটি সেমিফাইনালে ব্যাঙ্গালুরুর আর্মি বয়েজকে ৩-২ গোলে পরাজিত করেছিল।

বিকেএসপি কিশোরী দলটিও এ মাসে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কয়েকদিন আগে। ছেলেদের দলের কোচ ছিলেন পরিতোষ দেওয়ান ও অমল চন্দ্র দে। টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা, নেপাল ও আফগানিস্তানের বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করে।