ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:

সীমান্ত শহর টেকনাফের সাবরাং এলাকা থেকে বিজিবি অভিযান পরিচালনা করে দশ হাজার পিস ইয়াবা বড়িসহ ৩ জন মাদকবেপারীকে আটক করা হয়।

২ বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তেিত ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে হাবিলদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সাবরাং রুহুল্লার ডেপার এলাকার মোঃ আলম এর বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে ষ্টীলের আলমিরার ভেতর বিভিন্ন কাপড় ভর্তি একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসময় বাড়ির মালিক মৃত সজল আহম্মদ এর ছেলে মোঃ আলম (৪০), বাহারছড়া কচ্ছপিয়া গ্রামের মৃত কবির আলম ছেলে মোঃ আবু সিদ্দিক (২৫), এবং মিঠাপানিরছড়া গ্রামের মোঃ রুহুল আমিন ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) কে আটক করা হয়েছে।

২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামীদের ইয়াবা নিজেদের দখলে রাখার অপরাধে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৯,৮৫৭ পিস ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।