ডেস্ক নিউজ:
অবশেষে বিতর্ক এড়াতে উখিয়া-টেকনাফে নৌকার মাঝি পরিবর্তন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বদির পরিবর্তে এই আসনে নৌকা মাঝি হচ্ছেন তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী।

আজ মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কিন্তু একটার প্রমাণ হয়নি। তারপরও আমরা অভিযোগের বিষয়টি একেবারে বাদ দিইনি। তাকে এবার নৌকার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তবে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হচ্ছে বদির সহধর্মীনি শাহীনা আক্তার চৌধুরীকে।

সোমবার (১৯ নভেম্বর) “মাইনাস বিতর্কিত বদি, স্ত্রীর হাতে নৌকা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরদিন আজ মঙ্গলবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বদির বদলে তার স্ত্রীকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

মাদক ব্যবসার অভিযোগে বর্তমান সরকারের টানা দুই মেয়াদে সমালোচনার তুঙ্গে আছেন উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি। বিতর্কের কারণে বদি এবার নৌকার মনোনয়ন পাচ্ছেন না; মাঠে এমন প্রচার চলে আসছিল দীর্ঘদিন ধরে। অবশেষে সেটিই সত্যি হলো। তাকে মনোনয়ন তালিকা থেকে বাদ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যেটি পরিস্কার বলে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক।