ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজারে অনুষ্ঠিত চার দিনব্যাপী আয়কর মেলা রবিবার (১৮ নভেম্বর) সমাপ্ত হয়েছে।
গত ১৫ নভেম্বর বিয়াম ফাউন্ডেশনের ইনানী মাল্টিপারপাস হলে মেলার উদ্বোধন হয়। চার দিনের মেলায় আয়কর দাতাদের প্রচুর সাড়া মিলেছে।
ভিড়ের কারণে শেষ দিনে অনেকে অায়কর রিটার্ন জমা করতে পারেনি। তাদের জন্য সময় বাড়ানো হয়েছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিলম্ব জরিমানা বিহীন খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন এস.কে টাওয়ারস্থ অফিসে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
করদাতা-সেবা গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া চারদিন ব্যাপী আয়কর মেলায় গত তিন দিনে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৮ লাখ ৮৬ হাজার ৮৫৮ টাকা। রিটার্ন দাখিল হয়েছে ১৫৩৮ টি। শেষ দিনের আয়করের রিপোর্ট সমাপনী অনুষ্ঠানে জানানো হবে। সন্ধ্যা ৭ টার দিকে এ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুত্র জানায়, আয়কর মেলার তৃতীয় দিনে (১৭ নভেম্বর) ৪৩৪ রিটার্নের অনুকূলে কর আদায় হয়েছে ১৬ লক্ষ ৭৪ হাজার ৩৭৮ টাকার। এর আগের দিন (দ্বিতীয় দিন) দাখিলকৃত রিটার্ন সংখ্যা ৭৮৮টি। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৫ লাখ ৬৮ হাজার ৭৭৪টাকা।
‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’-এই শ্লোগানকে সামনে রেখে বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র ইনানী মাল্টিপারপাস হলরুমে মেলায় গত চারদিনে প্রায় ৫ হাজার লোক সেবা গ্রহণ করেছে। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলে।
কর অঞ্চল-৪ চট্রগ্রাম এর আয়োজনে মেলায় করদাতা ও সেবা গ্রহণকারীদের ছিলো উপচেপড়া ভিড়। সরকারি-বেরকারি চাকরিজীবি, শিক্ষক, আইনজীবি সব পেশার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিশেষ করে নারী ও তরুণ করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চাকুরীজীবীরা কর দিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
মেলায় নতুন ও পুরাতন ই-টিআইএন গ্রহণ, ই-ফাইলিং, ই-পেমেন্ট ব্যবস্থা রয়েছে। মেলায় মুক্তিযোদ্ধা, সিনিয়র সিনিজেন, মহিলা, প্রতিবন্ধি করদাতাদের জন্য  আলাদা বুথ রাখা হয়।
ন্যায়ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তুলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলা আয়োজন করে।
মেলার মাধ্যমে কর বিভাগের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানো ও কর প্রদানের উৎসাহ প্রদান করা হচ্ছে।
চার দিনব্যাপী আয়কর মেলার সার্বিক তদারক করেন, কর অঞ্চল ৪, চট্টগ্রাম পরিদর্শী যুগ্ম-কর কমিশনার মোহাম্মদ মাসুদ রানা।
মেলায় কর পরিদর্শক গোলাম কিবরিয়া, মোঃ জুনাইদ, আ.ন.ম হামিদ, মুহাম্মদ আমান উল্লাহসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা মেলায় দায়িত্ব পালন করেন।
সার্বিক সমন্বয় করেন সহকারী কর কমিশনার (কক্সবাজার অঞ্চল, সার্কেল ৮৪, ৮৫, ৮৬) নিপু চন্দ্র দে।