মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:
টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়কে জাতীয়করণ করা হয়ছে।
১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারী মাধ্যমিক-৩) এর উপসচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত ১৪৪০ নং স্মারকে জারীকৃত প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে স্কুলটিতে প্রায় পাঁচশ ছাত্রী অধ্যয়নরত।
১৯৮৬ সালে টেকনাফ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির পিতা মরহুম এজাহার মিয়া কোম্পানী টেকনাফ উপজেলা পরিষদ কম্পাউন্ড সংলগ্ন জমিতে এজাহার বালিকা উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকালীন সময়ে টেকনাফে শিক্ষার হার ছিল দেশের সর্বনিম্নে। স্কুলটি পিছিয়ে থাকা জনপদকে অনেক দূর এগিয়ে নিয়েছে।