সংবাদদাতা:
জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিচারক মনোনীত হলেন কক্সবাজারের শাইখ ক্বারী হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী।
তিনি কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি, লালদীঘির পশ্চিমপাড় জামে মসজিদের পেশ ইমাম ও হিমছড়ি পেচারদ্বীপ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব।
১৫ নভেম্বর ঢাকার যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কুরআন ফোরাম। ইতিমোমধ্যে মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী বিচারক হিসেবে আমন্ত্রিত হয়ে ঢাকায় পৌঁছেছেন।
এতে কুরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কক্সবাজারের শিশু ক্বারী রিফাত বিন আব্দুর রশিদ।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন ঢাকা যাত্রাবাড়ী মাদরাসাতুল কুরআন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শয়েখ ক্বারী মাওলানা ইলিয়াস লাহোরী।
হিফযুল কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত হাফেজগণ অংশগ্রহণ করবেন। বিজয়ী ১ম, ২য়, ৩য় পুরস্কার স্বর্ণপদক দেয়া হবে। পরবর্তী ১৩ জন পাবে ক্রেস্ট ও সনদ।