যুগান্তর:

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে নৌকার প্রার্থী হতে চান ৫-এরও অধিক প্রার্থী। এদের মধ্যে আলোচনায় রয়েছেন ড. আনসারুল করিম। তিনি ২০০৮-এ একবার নৌকার মনোনয়ন পেয়েছিলেন।

কিন্তু নিজ দলের কিছু বিশ্বাসঘাতকের কারণে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। ড. আনসারুল করিম এবার অনেক বেশি সচেতন ও দৃঢ়তার সঙ্গে পথ চলছেন। মহেশখালীতে ৩টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ অর্থনৈতিক জোন, ধলাঘাটায় অর্থনৈতিক অঞ্চলসহ উন্নয়ন পরিকল্পনায় দ্বীপটিকে বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয়েছে।

এ অঞ্চল হবে ‘নতুন সিঙ্গাপুর’। এই ধারাকে ধরে রাখতে হলে এ সরকারের ধারাবাহিকতাও তাই জরুরি। ভাটারদের দাবি ড. আনসারুল করিমই এ আসনের জন্য যোগ্য প্রার্থী। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ড. আনসারুল করিমের চাওয়া এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিতে।

তাই তিনি এবার নৌকার প্রার্থী হয়ে বিজয় ছিনিয়ে আনবেন। এ অঞ্চলের রূপ দেবেন সর্বাধুনিক এক নগরী হিসেবে, ‘নতুন সিঙ্গাপুর’ হিসেবে।