হুমায়ূন রশিদ, টেকনাফ:

টেকনাফে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ ও ইংরেজী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে আত্মপ্রত্যয়ী হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছেলে-মেয়েদের পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায়না। সর্বনাশা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হলে তারা পড়াশুনার ফাঁকে ফাঁকে কোথায় যায়, কি কি করছে আর কাদের সাথে মিশছে তা খতিয়ে দেখতে হবে।

৮ নভেম্বর দুপুরে টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হলরোমে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ ও ইংরেজী বিষয়ক কর্মশালা মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদের পরিচালনায় উক্ত সমাবেশ ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম (এনডিসি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক, লেদা শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ও উপসচিব নাজিমুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন কলেজ ট্রাস্টি রিদুওয়ানুল হক, ট্রাস্টি ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী, ট্রাস্টি এইচএম ইউনুছ বাঙ্গালী প্রমুখ।

বর্তমান টেকনাফে মাদকের আগ্রাসনে জর্জরিত শিক্ষার্থী, অভিভাবকদের সজাগ থাকার আহবান জানিয়ে বক্তারা উপরোক্ত কথা বলেন।