সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা করায় নিন্দা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি এইচএ মাসুদ ও সাধারণ সম্পাদক মোঃ আনচারুল হক।
বিবৃতিতে তারা বলেন, চলমান গণতন্ত্রের আন্দোলন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কোন ধরনের ঘটনা ছাড়াই মিথ্যা মামলার পথ বেছে নিয়েছে সরকার। পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গায়েবী মামলাসমূহ দায়ের করছে। কোন ধরণের ঘটনা ছাড়া মামলা করায় পুলিশের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু বিএনপি নয়, সাধারণ মানুষকে বিস্মিত করেছে। আমরা মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি করছি।
গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় রামু বাইপাস সড়কে যানবাহন ও জণসাধারণের ক্ষতিসাধন করে নাশকতা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ এনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রামু থানায় ২৪৩/২০১৮ নং মামলাটি দায়ের করা হয়।
এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেরাজ আহমদ চৌধুরী মাহিন, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, আবুল বাশার বাবুসহ ১৬ জনকে এজাহারভুক্ত ও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।