মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :


কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবসার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হিসাবে পদোন্নতি লাভ করেছেন। ২৫ তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আশরাফুল আবসার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে চলতি সালের মে মাসে কক্সবাজার জেলা প্রশাসনে যোগ দেন। ২৪ অক্টোবর বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধ্বতন নিয়োগ -১ অধিশাখার উপসচিব মোঃ তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ৬৬৯ স্মারক মূলে জারীকৃত এক প্রজ্ঞাপনে আশরাফুল আবসার সহ ২৪৯ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহণকারী আশরাফুল আবসার কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এমবিএ এবং বিখ্যাত পার্থ মরডউচ বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার ব্যাবস্থাপনার উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করার পূর্বে তিনি বিয়াম প্রশিক্ষণ ইনষ্টিটিউটের রেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম (এনডিসি) এর একান্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন। কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করে আশরাফুল আবসার প্রথমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসাবে কর্মরত আছেন। কক্সবাজার জেলা প্রশাসনের এডিসি(রাজস্ব) আশরাফুল আবসার উপসচিব হিসাবে পদোন্নতি লাভ করায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার পুস্পস্তবক দিয়ে তাঁকে অভিনন্দন জানান।