শাহেদ মিজান, সিবিএন:
অগণিত পাঠকের প্রিয় এবং কক্সবাজারের প্রথম ও শীর্ষ নিউজ পোর্টাল কক্সবাজার নিউজডটকম- সিবিএন’র ফেসুবক লাইক পেজের লাইক সংখ্যা দুই লাখ পূর্ণ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ অক্টেবর) ২০০,০২৪ লাইকারের ভালোবাসায় সিক্ত হলো সিবিএন। এতে এক নতুন মাইল ফলক এবং যাত্রাপথে নূতন মাত্রা যোগ হলো সিবিএন’র। কেননা পাঠকের ভালোবাসা ও বিশ্বাসই সিবিএন’র একমাত্র সম্বল- এমনটি মনে করেন দেশের অনলাইন জগতের প্রথম দিকে যাত্রা করা সিবিএন’র সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। এই অর্জনে সকল পাঠক ও লাইকারদের সিবিএন’র পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

২০০৯ সালে দেশে প্রথম অনলাইন নিউজপোর্টাল বিডি নিউজের পরপরই যাত্রা করে সিবিএন। সেই সময় আর তেমন কোনো পোর্টালের যাত্রা হয়নি। ধরতে গেলে বিডি নিউজের পরই সিবিএন’র যাত্রা। নানা বিড়ম্বনা আর বাধার দেয়াল টপকে যাত্রাপথে অবিচল ছিলো সিবিএন। ফলে কক্সবাজারসহ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ প্রকাশ করে কক্সবাজারবাসী ও প্রবাসীসহ পুরো দেশের লাখ লাখ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সিবিএন। এক পর্যায়ে ফেসবুকে সংযুক্ত হলে সেখানেও সিবিএন’র –coxsbazarnews.com নামে লাইক পেজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। কারণ সিবিএন প্রকাশ হওয়া প্রতিটি সংবাদ লাইকপেজে পাওয়া যায় সাথে সাথে। এতে করে ওই পেজে দিনে দিনে ফেসবুক ব্যবহারকারীদের লাইকের সংখ্যা বাড়তে থাকে। এভাবে হাঁটি হাঁটি-পা পা করে দু’লাখ লাইকের গর্বিত অংশীদার হলো সিবিএন- যা জেলা ও বিভাগীয় পর্যায়ে একটা পোর্টালের জন্য বড় অর্জন।

এ ব্যাপারে সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী বলেন, ‘অনেক কষ্ট আ বাধা পেরিয়ে নিজের সন্তানের মতো করে সিবিএনকে গড়ে তুলেছি। কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং কক্সবাজারের তৃণমুলের সংবাদ কৌতুহলী মানুষের চাহিদা মেটাতে সব সময় বদ্ধপরিকর ছিলো সিবিএন। যাত্রাপথে আমরা আমাদের অঙ্গীকার থেকে কখনো বিচ্যূত না হতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তুলে ধরতে চেষ্টা করেছি সাধারণ মানুষের কথা। পাঠকেরা আমাদের প্রচেষ্টা অত্যন্ত মূল্যায়ন করেছেন। এখন কক্সবাজারের সংবাদ মানেই সিবিএন- এমনটি মনে করেন কক্সবাজারবাসী এবং প্রবাসী কক্সবাজারবাসীসহ পুরো দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। সেখানেই আমাদের গর্ব।’

তিনি আরো বলেন, ‘সিবিএন’র সংবাদের একটি বড় প্লাটফর্ম হচ্ছে ফেসবুকের লাইক পেজ। coxsbazarnews.com নামে এই পেজে সব নিউজ প্রকাশ হওয়া সাথে সাথে পাওয়া যায়। এই পেজটি দু’লাখ লাইক অর্জন করেছে- এটাও আমাদের জন্য বড় পাওয়া। অগণিত পাঠকের ব্যাপক ভালোবাসায় এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও পাঠকেরা আমাদের সাথে থেকে আমাদের যাত্রাপথ আরো সুদৃঢ় করবেন- এই প্রত্যাশা রইল। আমরা কথা দিচ্ছি- অঙ্গীকার রক্ষা করতে আমাদেরও শতভাগ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’