শাহেদ মিজান, সিবিএন:
উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধ পয়েন্ট সংলগ্ন সৈকত পাড়ায় সরকারি পাহাড় দখল করে অবৈধভাবে তৈরি করা বসতবাড়ি উচ্ছেদ করছে জেলা প্রশাসন। আজ বুধবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল আবছার ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০টি বসতবাড়ি উচ্ছেদ করার কথা নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল আবছার।

তিনি জানান, সৈকত পাড়া সরকারি পাহাড় দখল করে সমতল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশন দেন উচ্চ আদালত। আদালতের নির্দেশের আলোকে অবৈধ বসতবাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ করার পর জায়গাগুলো সংরক্ষণ করা হবে।