শফিক আজাদ,উখিয়া :

সড়কে যানজট নিরসন ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে উখিয়ার কোটবাজার ফুটপাতে গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার ব্যস্ততম কোটবাজার স্টেশনে এ অভিযান চালানো হয়। ২৩ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১২টার দিকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী, সুশীল সমাজ এবং ব্যবসায়ীরাসহ সকল শ্রেণী পেশার মানুষ। অভিযানে সাথে ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ একরামুল ছিদ্দিক, উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান।

ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, গত এক বছর যাবত এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। আজ বাধ্য হয়ে শুধুমাত্র জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আবার যেন নতুন করে কেউ ফুটপাত দখল করে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখতে জনপ্রতিনিধিসহ সকলকে সতর্ক করে দেন।

ইতিপূর্বে গত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে উখিয়া সদরে কক্সবাজার-টেকনাফ সড়কের দু’পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা এবং লইঞ্চা মার্কেট নামে খ্যাত ফুটপাত দখলমুক্ত করে সর্বমহলের সুনাম অর্জন করেন।