নিজস্ব প্রতিবেদক:
সরকারি দলের ছাত্র সংগঠন হলেও দীর্ঘদিন সেরকম কোনো কার্যক্রম ছিলো না মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগে। সরকারের গত মেয়াদ থেকে কমিটি ছিলো জরাজীর্ণ। সেই সময় ভারপ্রাপ্ত দিয়ে নামে মাত্র কমিটি ছিলো। তবে কার্যক্রম তেমন দেখা মিলেনি। পরে বছর তিনেক আগে কমিটি নবায়ন হলেও কার্যক্রম ছিলো সেই আগের মতোই। তবে কিছু নতুন নেতাকর্মী তৈরি হয়েছে গত কয়েক বছরে। কিন্তু সদস্য বিলুপ্ত কমিটি নিয়েও নতুন প্রজন্মের নেতাকর্মীরা ছিলো অসন্তোষ্ট। কেননা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সেই খামখেয়ালীপনা।- সেই জরাজীর্ণ কাটিয়ে তুলতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে উপজেলার মধ্যখানে অবস্থিত হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগের। এতে সাংগঠনিক কার্যক্রমে ফিরেছি গতি। নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নব উদ্দীপনা।

জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হোয়ানক ইউনিয়ন শাখার কার্যক্রমে গতি ফেরাতে উদ্যোগ নিয়েছে মহেশখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ ও সাধারণ সম্পাদক পারভেজ আহামদ বাবু। অনেক যাচাই-বাছাই করে গত ১৮অক্টোবর আহ্বায়ক কমিটি ঘোষণা দেন নেতৃবৃন্দ। কমিটিতে আহ্বায়ক মনোনিত হয়েছেন ছাত্রলীগের ত্যাগ নেতা খ্যাত দেলোয়ার হোছাইনকে। আহবায়ক যুগ্ম করা হয়েছে সাকলাইন ইসলাম নিরু, নুরুল আমিন হেলালী, তৌহিদুল ইসলাম, গিয়াস উদ্দিনকে। এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এক বিশাল শোডাউন করা হয়েছে। যা পুরো উপজেলাজুড়ে আলোচিত হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীরা জানান, হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগকে গতিশীল ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ ও সাধারণ সম্পাদক হোয়ানকের কৃতিসন্তান পারভেজ আহামদ বাবু। তারা সঠিক নেতৃত্ব বাছাই করে যে আহ্বায়ক কমিটি দিয়েছেন তাতে তৃণমূলসহ সকল নেতাকর্মী সন্তোষ্ট হয়েছেন। এতে করে ছাত্রলীগের সব স্তরের নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ও নব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আহ্বায়ক কমিটির নেতারা তোড়জোড় শুরু করায় এই কমিটি গঠনের সাথে সাথেই গতি ফিরেছে সাংগঠনিক কার্যক্রমে। পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগ পুরো উপজেলার অনুকরণীয় কমিটি হবে বলে প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের।

সদ্য গঠিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক দেলোয়ার হোছাইন বলেন, ‘আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগের একটি নবযাত্রা শুরু হলো। আমরা নির্ধারিত সময়ের পূর্ণাঙ্গ কমিটি করে সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগকে এক অনুকরণীয় সাংগঠনিক শাখা হিসেবে গড়ে তুলবো।’

এ ব্যাপারে জানতে চাইলে মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ আহামদ বাবু বলেন, ‘হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগ দীর্ঘদিন গতিহীন ছিলো। তবে আমার ইউনিয়ন হিসেবে আমি দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিলাম। এর অংশ হিসেবে কিছু নেতাকর্মী তৈরি করতে সক্ষম হয়েছি। সংগঠনকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত এবং গতিশীল করার জন্য তাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্যদের বাছাই করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি একটি সুন্দর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের প্রচেষ্টা এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে বলে আমার বিশ্বাস।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ বলেন, ‘আমরা পুরো উপজেলা মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে হোয়ানক ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আশা করি তারা একটা সুন্দর ও সুশৃঙ্খল পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারবে।’