সংবাদ বিজ্ঞপ্তি:
‘’আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়ব” শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারে ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা সচেতনমূলক লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনায় সভায় মিলিত হয়। র‌্যালীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক গনসংযোগ ও পাক্ষিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মো: জসিম উদ্দীন কিশোরের
সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, আমিরুল ইসলাম দুলু, এম,এ মনজুর,সাধারণ সম্পাদক মো: খলিল উল্লাহ চৌধুরী, সহ সাধারন সম্পাদক নুরুল আমিন,ডা: মো: আলমঙ্গীর হোসেন,অর্থ সম্পাদক হাকিম আলী, সাংগঠনিক সম্পাদক মো: ফকির আলমগীর,প্রচার সম্পাদক ফজল কাদের নুরী, দপ্তর সম্পাদক মুহাম্মদ ছুরত আলম, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: রফিক উদ্দিন লিটন, আইন বিষয়ক সম্পাদক এড, রাবেয়া সুলতানা রবি,সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ,সমাজ কল্যান বিষয়ক ও ক্রীড়া সম্পাদক সাজেদুল আলম ( রুবেল সিকদার),মহিলা বিষয়ক সম্পাদক শবনব মুস্তারী, যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সোহেল,কার্যনির্বাহী সদস্য মো: ফরিদুল আলম ফরিদ, এম আমান উল্লাহ, সিরাজদৌলাহ হেলালী, আনোয়ারুল ইসলাম,পারভীন সুলতানা পিয়া, মো: মিজবাহ উদ্দিন ইবাদ, আবু নোমান, মো: জাহাঙ্গীর আলম, মো: রেজাউল করিম প্রমূখ। সভাশেষে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের অলোচনা সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুস্টিত হয় সভায় প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাহিদুর রহমান,বিশেষ অথিতি ছিলেন সওজ কক্সবাজার নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, আর টি সি সদস্য এড. রনজিত দাশ, নঈমুল হক টুটুল, নিসচার জেলা সভাপতি মো: জসিম উদ্দীন কিশোর, কক্সবাজার সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, ট্রাফিক টি আই মো: কামরুজ্জামান, জেলা বি আর টি এ সহকারী পরিচলক মো: জামাল উদ্দিন, মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম, সহ জেলা বি আর টি এ নেতৃবৃন্দ।