প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়ায় সাজানো ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতা জসিম উদ্দীন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কায়সার হামিদকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপি। একই সাথে চকরিয়ায় ও পেকুয়ায় সাজানো মামলার দায়েরর তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই দাবি ও নিন্দা জানান।

এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন, সরকার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় অবৈধ রায় দিয়ে কারাগারে বন্দি রেখেছে। একইভাবে গ্রেণেড হামলার মামলায় ফরমায়েশী রায়েও দেশ নায়ক তারেক রহমানকে সাজা দিয়েছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য সরকার এই রাজনৈতিক লীলা খেলা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় প্রতিবাদী বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখার জন্য রাতের আঁধারে গায়েবী মামলা দায়ের করে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও পাকড়াও শুরু করেছে। সরকার যে খেলা শুরু করেছে তা শোভনীয় নয়। এই খেলা দেশ ও জনগণের জন্য চরম ক্ষতি বয়ে আনবে। তাই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী প্রত্যাহার এবং গ্রেফারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।