ডেস্ক নিউজ:
দুই দলের ব্যবধানটা স্পষ্ট। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৩ ধাপ এগিয়ে ফিলিস্তিন। তারপরও লাল-সবুজের প্রতিনিধিরা যে ম্যাচটা খেলতে নামছে নিজেদের মাঠে। তাইতো স্বপ্ন ডালপালা মেলছে। সেমিফাইনালের বাধা পেরিয়ে আজ বুধবার শিরোপা আরো কাছাকাছি যেতে চায় তৌহিদুল-ইব্রাহিমরা।

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম অবশ্য অচেনা বাংলাদেশ জাতীয় দলের জন্যও। কারণ এখানে আজই প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে তারা। দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের সঙ্গে লড়বে তারা।

ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভিতে।

ম্যাচে আলাদা করেই চোখ থাকবে লোকাল হিরো তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা ও আনিসুর রহমান জিকোর দিকে। নিজেদের চেনা দর্শকের মুখোমুখি হবে তারা।সন্দেহ নেই আজও উপচে উঠবে গ্যালারি। মঙ্গলবার প্রথম সেমিফাইনালেও গ্যালারিতে দর্শকের কমতি ছিল না। যেখানে ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে তাজিকিস্তান।

নিজেদের মাঠে খেলার আগে আত্মবিশ্বাসের কমতি নেই তৌহিদুল আলম সবুজের। বললেন, ‘এটা অন্যরকম এক আবেগের ম্যাচ। মাঠে বন্ধু-বান্ধব, পরিবারের লোকজন আসবে। এটা অনুপ্রেরণা জোগাবে। আমার গোলে দল জিতলে আরও বেশি খুশি হব।’

কাগজে-কলমে ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষ। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে তাজিকিস্তান ও নেপালকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা উঠেছে সেমিফাইনালে।

এর আগে তিনবার ফিলিস্তিনের সঙ্গে লড়েছে বাংলাদেশ। দুবার হেরেছে দল। আরেকটি ম্যাচ ড্র হয়। এবার প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে বাংলাদেশ। জিতলেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠে যাবে দল। হারলে বিদায়!