এম.এ আজিজ রাসেল


বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ কক্সবাজারে ফেলা হয়। ম্যাচ দুটিকে সামনে রেখে গত অর্ধমাস ধরে কক্সবাজারে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা। প্রচারণায় বেশে সাড়া মিলেছে ফুটবলপ্রেমীদের কাছ থেকে। যার প্রমাণ মিললো মঙ্গলবার সেমিফাইনালের প্রথম ম্যাচে। এই ম্যাচে মুখোমুখি হয় তাজিকিস্তান ও ফিলিপাইন। দুর্দান্ত দাপটের সাথে খেলে ২-০ গোলে জয় পায় তাজিরা। খেলা শুরুর ২ ঘন্টা আগে থেকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের বাইরে ভীড় জমায় ফুটবল প্রেমীরা। খেলার সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়তে থাকে মানুষের উপস্থিতিতে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। যার দরূণ দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টিও থামাতে পারেনি ফুটবল প্রেমীদের। দুপুর আড়াইটার মধ্যে চারপাশের গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বৃষ্টির রক্ষাকবচ ছাতা ছিল সবার হাতে। ফুটবলের প্রতি এখানকার মানুষের এতো গভীর টান দেখে বিমোহিত হন খোদ বাফুফে ও বিদেশী দুই দলের খেলোয়াড়রা। পুরো খেলায় দু’দলকে বেশ উৎসাহ দিয়েছে দর্শকরা। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন, অনেকদিন ধরে আমরা প্রচারণা চালাচ্ছি। ডিএসএ’র কর্মকর্তারা রাতদিন কষ্ট করেছে। এখানকার মানুষ ফুটবলকে ভালবাসে। তাই আন্তর্জাতিক ম্যাচ দেখতে তারা উদগ্রীব ছিল। দর্শকদের আগ্রহ দেখে বাফুফে বেশ আন্দোলিত। তারা চাই এখানে আরও আন্তর্জাতিক ম্যাচ হোক। মানুষের আশা পূরণ হোক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর মিডিয়া ম্যানেজার হাসান আহমেদ অমিত বলেন, ফুটবলের সোনালী অতীত ফেরাতে কক্সবাজারে এই আয়োজন। দর্শকদের সাড়া পেলে এখানে অনেক আয়োজন হবে। তাতে পর্যটন শহর কক্সবাজারের সুনাম আরও সমৃদ্ধ হবে।

আয়োজকরা ধারণ করছেন বুধবার বাংলাদেশ বনাম ফিলিস্তিনের ম্যাচে স্টেডিয়ামে তিল ধরার ঠাঁই হবে না।