ছবির ডান পাশ থেকে আনিসুর রহমান জিকু # গোল কিপার,(ডুলাহাজারা,চকরিয়া), তৌহিদুল আলম সবুজ(মহেশখালী), সুশান্ত ত্রিপুরা(মালুমঘাট, চকরিয়া ), ইব্রাহীম(মালুমঘাট, চকরিয়া)


কাব্য সৌরভ :
এরা ৪জনইআন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপে দেশের জন্য লাল সবুজের পতাকার জন্য লড়াই করে যাবেন। আগামী ১০ই অক্টোবর ফিলিস্তিন এর বিপক্ষে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে কেউ হাতে, কেউ পাঁয়ের জাদুতে মুগ্ধ করবেন ১৬ কোটি বাঙ্গালীকে। যাদের দিকে চেয়ে আছে গত এশিয়া কাপের ব্যর্থতার দৃষ্টি।সে দৃষ্টি যেন সফলতার আলোয় আলোকিত করতে পারে বাংলাদেশের ৬৪ হাজার বর্গমাইল। ১৬ কোটি মানুষের মুখ উন্মাদনার জোয়ারে ভাসিয়ে দিবে বাংলাদেশের শহর থেকে গ্রামে, প্রান্ত থেকে দেপান্তরে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে, স্লোগানে স্লোগানে মুখরিত করে বাংলাদেশ ফুটবলের জাগরণ সৃষ্টি করবে প্রত্যান্ত অঞ্চলে। সেই প্রত্যাশাটুকু রাখে কক্সবাজারবাসী। লাল সবুজের বিজয় হোক, জয় হোক ফুটবলের এটাই কক্সবাজারবাসীর প্রত্যাশা।