মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহেশখালী থানার পুলিশ কর্তৃক নাশকতার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর দায়েরকৃত ২৫/২০১৮ (জিআর ২২৮/২০১৮ মহেশখালী) নং মামলায় কক্সবাজার জেলা বিএনপি’র সহ সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল আলম ও মহেশখালী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট ছালামত উল্লাহ্ রানা হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। হাইকোর্টের বিচারপতি আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসাইনের দ্বৈত বেন্ঞ্চে ৭ অক্টোবর রোববার আসামীদ্বয় আগাম জামিন প্রার্থনা করলে হাইকোর্ট শুনানী শেষে আসামীদের আগাম জামিন প্রদান করেন। এই মামলায় পুলিশ কর্তৃক চার্জশিট দাখিলের পরবর্তী ৪ সাপ্তাহ পর্যন্ত হাইকোর্ট আগাম জামিন মন্ঞ্জুর করেছেন। ৫৯ জন বিএনপি’র নেতা কর্মীকে এজাহারভূক্ত ও আরো ৬০/৭০জনকে অজ্ঞাতনামা আসামী করে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়। হাইকোর্টে আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সানাউল্লাহ মিয়া ও অন্যান্য সিনিয়র আইনজীবী।