মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও, কক্সবাজার :

ঈদগাঁও এম. ইসলাম জসিম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর সকাল ১০টায় বাসস্টেশনস্থ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নিজস্ব হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও জেলা পোল্ট্রি ফিড মালিক সমিতির সভাপতি আবু তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া বিশ^বিদ্যালয় কলেজের বাংলা অধ্যাপক বিশিষ্ট হোমিও গবেষক ডাঃ অজিত কুমার দাশ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যাপক শওকত। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ রশিদ আহমদ, উপাধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ শেকাব উদ্দীন, ডাঃ সনজিত কুমার দাশ, ডাঃ মোহাম্মদ রফিকুজ্জামান, ডাঃ হেলাল উদ্দীন, ডাঃ তোজাম্মেল, ডাঃ নিপুন চাকমা, ডাঃ রওনক আরা ও ডাঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে বক্তারা ভর্তি কার্যক্রম সফল পাঠদান কার্যক্রমকে যথার্থ করার প্রতি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, আগামী ২৫/১০/১৮ইং পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।