এম রমজান আলী ,মহেশখালী :

মহেশখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর উদ্যোগে যথাযত মর্যদায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস ২০১৮ , ০১ অক্টোবর সকাল ১০ টায় পালিত হয়েছে । রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজনে এই দিবসটি যথাযথ মর্যদায় পালিত হয়। এই দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক প্রবীণ নারী ও পুরষের অংশগ্রহনে ,উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম এর নেতৃত্বে প্রবীণদের অধিকার প্রতিষ্ঠা বিষয়ক বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন ও ব্যানার নিয়ে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোস্থ রিক এরিয়া অফিসে এসে শেষ হয়। পরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার জনাব রাশেদুল আনোয়ার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম , প্রবীণদের সমাজের বুঝা না ভেবে সম্পদ মনে করার জন্য নবীন জনগোষ্টিকে আহবান জানান। পাশাপাশি কারো অবহেলার কারণে প্রবীনরা যেন কষ্ট না পায় সে দিকে সজাগ থাকার আহবান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মন্জুর মোরশেদ, সিসিডিএফ এর পরিচালক জনাব সুব্রত দত্ত, পৌরসভার প্রবীণ কমিটির সভাপতি ননী গোপাল দে, শাপলাপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জনাব মোং ওসমান, রিকের সহকারী এরিয়া ম্যানেজার মহিবুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এস এম জসিম উদ্দীন, উজ্জিবিত প্রকল্পের পিও টেকনিক্যাল দেবব্রত পাল, পিও সোস্যাল মোঃ হাসান, পিও সোস্যাল সেলিনা আকতার, সিনিয়র সাংবাদিক এম রমজান আলী প্রমুখ।