সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজারের মুজিব যখন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবর্ধিত হন তখনতো সবার অবাক হবারই পালা। শুধু কি তাই, ফুলেল শুভেচ্ছা-ভালবাসায়ও সিক্ত হয়েছেন তিনি। গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমানকে এ সংবর্ধনা দেন সাগর পাড়েরই তরুণ শিক্ষার্থীরা। যারা দীর্ঘদিন শিক্ষাজীবন কাটাতে প্রাচ্যের অক্সফোর্ডে অবস্থান করছেন।

শনিবার বিকেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের মোজাফ্ফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে কক্সবাজারের একদল তরুণ শিক্ষার্থী ঢাকা বিশ^াবিদ্যালয়স্থ কক্সবাজার স্টুডেন্স ফোরামের ব্যানারে নিজ উদ্যোগে মহতি এই সংবর্ধনার আয়োজন করে। আর সংবর্ধনার জবাবে মেয়র মুজিবুর রহমান বলেন, ‘ফুলেল শুভেচ্ছা ভালবাসার এ ঋন কখনো শোধ হবার নয়, শিক্ষার্থী তরুণদের এমন সংবর্ধনা আমি অন্তরে গচ্ছিত রাখবো।’

মেয়র মুজিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘যে দেশে গুণিজনের সমাদর নেই, সে দেশে গুণজন জন্মায়না।’ এর থেকে শিক্ষা নিয়ে আজ যারা আমাকে সংবর্ধিত করেছো, ইনশাআল্লাহ একদিন তোমরাও এভাবে সংবর্ধিত হবে। আমি দোয়া করি-কক্সবাজারের একেকজন শিক্ষার্থী যেন একেকজন মেয়র, এমপি-মন্ত্রী হিসেবে গড়ে উঠে। সেদিন তোমাদেরকেও এভাবে ভালবাসায় সিক্ত করবে পরবর্তী প্রজন্ম।”

ঢাকা বিশ^াবিদ্যালয়স্থ কক্সবাজার স্টুডেন্স ফোরামের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্যারিষ্টার মিজান সাঈদ, সাবেক ছাত্রনেতা প্রশান্ত ভুষন বড়–য়া, জেলা আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ মিথুন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, ঢাকাস্থ রামু সমিতির সাধারণ সম্পাদক সুজন শর্মা, নারীনেত্রী ইসমত আরা ইসমু, স্টুডেন্স ফোরামের সাবেক সভাপতি রেজা আল নাহিয়ান, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা এসএম সাদ্দাম হোসেন। এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।