শাহিদ মোস্তফা শাহিদ,সদর:

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে রাতের অন্ধকারে এক দোকানদারকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।পরে তার পিতার কাছে মুঠাফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছে অপহরণকারীরা।অপহৃত মোহাম্মদ তারেক (২৬) ঈদগাঁও ভাদিতলা এলাকার কবির pppআহমদের ছেলে বলে জানা গেছে।
আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনাটি ঘটে ভাদিতলা রাইচমিল সংলগ্ন এলাকায়।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,তারেক ঈদগাঁও বাশস্টেশনস্থ ভাই ভাই হোটেলের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান পানের দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাসায় যাচ্ছিল।এমন সময় জাফরের রাইচমিল পর্যন্ত পৌছলে ১০/১২ জনের অপহরণ চক্রের সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে গহীন জঙ্গলে নিয়ে যায়।এরপর থেকে তার বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে আসছে বলে জানা গেছে। ঈদগাঁও ৭ নং ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উদ্ধার করতে বৈঠকে বসেছেন।এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।তবে অপর একটি সূত্রে জানা গেছে ইতিমধ্যে পুলিশ অভিযানে নামছে।এদিকে অনেকদিন পর ফের ব্যবসায়ী অপহরণ হওয়ায় স্থানীয়দের মাঝে অজানা আতংক বিরাজ করছে।অপহৃত তারেকের স্বজনদের মাঝে নেমে এসেছে উদ্বেগ আর উৎকন্ঠা। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,ইতিমধ্যে পুলিশের কয়েকজন সাহসী অফিসারদের বদলীর খবরে পুনরায় সংগঠিত হয়ে অপহরণ, ডাকাতি, মুক্তিপণের মত ঘটনার জন্ম নিচ্ছে পাহাড়ী সন্ত্রাসীরা।কর্মৎ পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক অভিযানে গা ঢাকা দিয়েছিল চক্রটি। স্থানীয়দের দাবী বাইশারী ইউনিয়নের দুর্ধর্ষ অপহরণ চক্রের প্রধান আনোয়ার প্রকাশ আনাইয়কে গ্রেফতার করতে না পারলে প্রতিনিয়ত অপরাধ বেড়ে যাবে।