সিবিএন:
কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক আহমদ গিয়াসের শ্বশুর মাওলানা সিরাজুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন। সোমবার সকাল সাড়ে ১১টায় জোরারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়াস্থ নিজা বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সিরাজুল্লাহ ডায়বেটিসের রোগী ছিলেন। এই কারণে কয়েকবার স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সর্বশেষ কয়েকদিন আগে অসুস্থ হলে কক্সবাজার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতেই তিনি মারা যান।

জানা গেছে, মাওলানা সিরাজুল্লাহ কর্মজীবনে ৩৫ বছর শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। কক্সবাজার হাশেমিয়ায় দীর্ঘদিন শিক্ষকতা করেন তিনি। সর্বশেষ তিনি ওই মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান (হেড মৌলভী) ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জামাতা আহমদ গিয়াস জানিয়েছেন , জোয়ারিয়ানালা মাদ্রাসা মাঠে আজ বাদ এশা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।