প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দুু’বারের নির্বাচিত সফল কাউন্সিলর হেলাল উদ্দীন কবিরকে এক বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাত্র ও যুব ঐক্য পরিষদ ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। জমির হোসেনের সভাপতিত্বে ও জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবির্ধত অতিথি কাউন্সিলর হেলাল উদ্দীন কবির ।

প্রধান বক্তা ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজার পৌর প্রিপ্যারেটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নূরুল ইসলাম, দৈনিক সকালে কক্সাবাজার সম্পাদক সাংবাদিক ফরহাদ ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ^জিৎ পাল বিশু, এড. আবুল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হামিদ হোসেন, ইসকন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাশ, আমীর হোসেন, মমতাজ আহামদ সওদাগর, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, বেলাল উদ্দীন সওদাগর, জুয়েল চৌধুরী, তাজ উদ্দীন, নাঈম চৌধুরী, মাইকেল পাল, মানিক চন্দ্র দে, রায়হান বেলায়েত, সমীর দাশ, নূরুল আবছার, রেজাউল করিম রাসেদ, মিঠুন হরিজন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, এবিএম রায়হান এবং মোঃ রায়হান ছিদ্দিক।

প্রধান বক্তার বক্তব্যে ওসি ফরিদ উদ্দীন খন্দকার বলেন, সন্ত্রাসী, ইভটিজার, ছিনতাইকারীসহ কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। সেই যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তার জন্য জনগণের দায়িত্ব্ হচ্ছে পুলিশকে সহযোগিতা করা। অপরাধী সম্পর্কে আপনারা আমাদের তথ্য দেবেন, সাথে সাথে পুলিশ অ্যাকশনে যাবে।’

সংবর্ধিত অতিথি কাউন্সিলর হেলাল উদ্দীন কবির বলেন, গতবার কাউন্সিলর নির্বাচিত হয়ে সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। যথাসাধ্য এলাকার উন্নয়ন করেছি। তাই ভালোবেসে আপনারা আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করেছেন। এতে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। কথা দিচ্ছি সামনের দিনগুলোতে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন।