গত ২০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ, কক্সবাজার পৌর প্রেপারেটরি স্কুলে অনুষ্ঠিত “Awareness program on internet and cyber security” প্রোগামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার – কারিগরি শিক্ষাবোর্ড হতে কক্সবাজারে সর্বাধিক ট্রেড কোর্স প্রাপ্ত বৃহত্তম কম্পিউটার ও আউটসোর্সিং প্রশিক্ষণ প্রতিষ্টান এস.আইটি (SiT) পরিবারের পক্ষ থেকে পরিচালক এরফান হোছাইন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও বিজয় সফটওয়্যারের জনক মোস্তাফা জাব্বারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ।

– প্রেস বিজ্ঞপ্তি