তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ডায়েন চাঙ্গ নামের এক মার্কিন মহিলার ব্যাগে স্যামস্যাং গ্যালাক্সি নোট ৯ বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লঙ আইল্যান্ডের বাসিন্দা। পেশায় রিয়েল এসেস্ট এজেন্ট।

চাঙ্গ জানান, ৩ সেপ্টেম্বর লিফটের মধ্যে থাকা অবস্থায় তার ব্যাগে এ ঘটনা ঘটে। ব্যবহারের সময় তার গ্যালাক্সি নোট ৯ প্রচণ্ড গরম হয়ে উঠেছিল। সেজন্যই তিনি ফোনটি তার ব্যাগের মধ্যে রেখে দেন। এরপর হঠাৎ ব্যাগ থেকে কিছু শব্দ শোনা যায়। শব্দের সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

এরপর তিনি মাটিতে ব্যাগটি ছুঁড়ে ফেলে দেন। পরে ব্যাগ খালি করতে গিয়েও তার হাতের আঙুল পুড়ে যায়।

এ ঘটনায় ডায়েন স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা দায়েরও করেছেন। শুধু তাই নয়, ক্ষতিপূরণ দাবি করার সঙ্গে সঙ্গে গ্যালাক্সি নোট ৯ বিক্রি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন চাঙ্গ।

গ্যালাক্সি নোট সিরিজের জন্য স্যামসাং প্রথমবার ব্যবহার করেছিল ৪,০০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। উন্নতমানের এই ব্যাটারি যথেষ্ট নিরাপদ বলে দাবি করা হলেও বাস্তবের ঘটনা অনেকটাই উল্টো।