মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের দুই কৃতি সন্তানের সক্রিয় অংশ গ্রহন ও বৌদ্ধ সম্প্রদায়ের ন্যায্য দাবী দাওয়া উত্থাপনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৭৮তম ও নবগঠিত বর্তমান ট্রাস্টের ১ম জাতীয় বোর্ড সভা ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ঢাকাস্থ সরকারি বাসভবনে ১০সেপ্টেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি -১ ও হবিগন্জ -৪ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বোর্ড সভায় অন্যান্যরা ছাড়াও কক্সবাজারের দুই কৃতিসন্তান যথাক্রমে ট্রাস্টের সহ সভাপতি রামু উপজেলার বাসিন্দা সুপ্ত ভুষন বড়ুয়া ও কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছরার বাসিন্দা ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বোর্ড সভায় ট্রাস্টি এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু তাঁর বক্তব্যে বলেন, সেপ্টেম্বর মাস হচ্ছে, কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুঃখের মাস। ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর গভীর রাতে রামু, উখিয়া ও টেকনাফে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অসংখ্য বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ ধর্মালম্বীদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল। এতে পুড়ে চাই গেছে বৌদ্ধ সভ্যতার হাজার বছরের ঐতিহাসিক নিদর্শন। তখন চরম আতংগ্রস্হ অবস্থায় নিপতিত হয় সকল বৌদ্ধ ধর্মালম্বীরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে দুর্বৃত্তদের পুড়িয়ে দেয়া মন্দির গুলো পূনঃনির্মানের কাজ শুরু এবং ক্ষতিগ্রস্থ বৌদ্ধদের পূর্ণবাসনের কাজ শুরু হলেও এখনো শতভাগ কাজ শেষ হয়নি। অসমাপ্ত কাজ গুলো দৃষ্টিনন্দন করে আশু সমাপ্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। যাতে পূনঃনির্মিত বৌদ্ধ মন্দির ও উপাসনালয় সমুহ দেশী বিদেশী পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান হয়ে উঠে। এড. দিপংকর বড়ুয়া পিন্টু কক্সবাজারের সকল বৌদ্ধ মন্দির ও উপাসনালয় সংস্কার, মেরামত ও উন্নয়নের জন্য সভায় পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবী জানান। এড. দিপংকর বড়ুয়া পিন্টু তাঁর বক্তব্যে তাঁকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচন করায় রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এড. দিপংকর বড়ুয়া পিন্টু তাঁর দায়িত্বপালনকালে সকলের সহযোগিতা কামনা করেন। বোর্ড সভায় ট্রাস্টের সিঃ সহ সভাপতি-২ ও মহিলা আসন -৩৩ এর সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব সহ সকল ট্রাস্টি বক্তৃতা করেন। উল্লেখ্য, গত ২৫ জুলাই বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ এর ৫নং ধারা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মূলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পূণঃগঠন করা হয়। পূনঃগঠিত ট্রাস্টে কক্সবাজারের ২ কৃতিসন্তান সুপ্ত ভূষন বড়ুয়াকে সহ সভাপতি ও এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টুকে ট্রাস্টি নির্বাচিত করা হয়। এছাড়া এডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার কার্যকরী সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।