ক্রিড়া প্রতিবেদক:
তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয়েছে ১০ দিনব্যাপী কাবাডি খেলা।

জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকালে খেলার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।

ক্রিড়া সংস্থার সহ সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সালাউদ্দিন সেতু, জাতীয় কাবাডি কোচ ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত খেলোয়াড় মোঃ আবদুল আজিজ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন,অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, সদস্য রতন দাশ, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম মুকুল, খালেদ মোঃ আজম বিপ্লব।

স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী ও ডিএসএ সদস্য আলী রেজা তসলিম।

কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সহ-সভাপতি মাহাবুবুর রহমানের পরিচালনায় এতে বক্তারা বলেছেন, জাতীয় খেলা কাবাডিকে আরো বেশি জনপ্রিয় এবং সর্বস্তরে ছড়িয়ে দিতে বর্তমান সরকারের উদ্যোগ নিয়েছে। ধারাবাহিকতায় সারা দেশে কাবাডি খেলাকে উন্নত করতে এবং শিশুকিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কাজ হাতে নিয়েছে।