ডেস্ক নিউজ:

অ্যাপল ও হুয়াওয়ের স্মার্টফোন২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রির পরিমাণ দিয়ে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতার স্থানটি দখল করে নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি নিজেদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। যথারীতি এখনও শীর্ষ স্থানটি ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।

টেকটাইমস গার্টনারের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট চার কোটি ৯৮ লাখ ডিভাইস বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে এত দিন দ্বিতীয় স্থান ধরে রাখা অ্যাপল এ প্রান্তিকে বিক্রি করেছে চার কোটি ৪৭ লাখ স্মার্টফোন।

এ বিষয়ে গার্টনারের হয়ে করা গবেষণাটির পরিচালক আনশুল গুপ্তার মন্তব্য হচ্ছে, নিত্যনতুন ফিচার ও বাহারি ডিজাইনের স্মার্টফোন দিয়ে অ্যাপলের স্থানটি দখল করে নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা এই প্রতিষ্ঠানটি। তিনি আরও জানান, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের পাশপাশি বেশি মূল্যের স্মার্টফোনগুলোর ক্ষেত্রেও গ্রাহকের চাহিদা মোতাবেক গুণগত মান ঠিক রাখতে পেরেছে হুয়াওয়ে। এটিই প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, বাজারে হুয়াওয়ের পি২০ মডেলের স্মার্টফোনটি সরাসরি অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় মেতেছিল। বলাবাহুল্য, প্রতিযোগিতায় হেরেছে অ্যাপল। এদিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির শীর্ষ স্থানটি এখনও দখলে রেখেছে স্যামসাং। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বমোট সাত কোটি ২৩ লাখ স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

এখন দেখার বিষয়, বছরের তৃতীয় প্রান্তিকেও একই অবস্থান ধরে রাখতে পারে কিনা হুয়াওয়ে। কারণ এই প্রন্তিকেই নতুন তিন মডেলের আইফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে অ্যাপল।