প্রেস বিজ্ঞপ্তি :

খেলাঘর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও জেলা সংসদের সাবেক সভাপতি শহীদুল্লাহ শহীদের মাতা মনোয়ারা বেগম (৮০) গতকাল ০৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান ও এক কন্যা রেখে যান।

আজ সকাল সাড়ে ১১ নতুন বাহারছড়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কক্সবাজার জেলা কমিটির সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদে, জেলা যুব ইউনিয়নের সভাপতি শংকর বড়–য়া রুমি, সাধারণ সম্পাদক ফাতেমা আকতার মার্টিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়–য়া, সাধারণ সম্পাদক পাভেল দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা শাখার প্রধান সমন্বয়ক খোরশেদ আলম, সমন্বয়ক মনির মোবারক, জেলা উদীচীর সভাপতি কল্যাণ পাল, সাধারণ সম্পাদক দীলিপ দাশ প্রমুখ। বিবৃতিতে মরহুমার আত্মার সদগতি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য তিনি কক্সবাজার পৌর প্রিপ্যাপরটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হুদা মাষ্টারের বড়বোন।