কায়সার হামিদ মানিক, উখিয়া:
উখিয়ার কুতুপালং বাজার থেকে ৩ হাজার ৮ শ ৮৫ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের ই ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে হোসেন আহমদ (৩০) ও টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের বাসিন্দা মৃত সামসুল ইসলামের ছেলে ছানাউল্লাহ (৪০)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, কিছু ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কুতুপালং বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।