শহীন মাহমুদ রাসেলঃ

ইয়াবা সেবনের দায়ে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় দুই জনের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তারা হলো-সদরের ঈদগাঁও হাসিনা পাড়ার নূর হোসেনের ছেলে শহিদুল ইসলাম ও ঝিলংজা ইউনিয়নের নতুন মেডিকেল কলেজ এলাকার আব্দু শুক্কুরের ছেলে করিম।
শুক্রবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বেপারী পাড়া থেকে ইয়াবা ক্রয় করার সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ও সেবনসামগ্রী উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে খরুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান ও এম.ইউপি শরীফ উদ্দিন এলাকার জনসাধারণের সাথে মাদকবিরোধী বৈঠক করেন।
সভা চলাকালে দুই মাদক সেবনকারীকে আটক করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।