নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাবের সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তার হাতের ৩ টি আঙ্গুলে বেশ কিছু অংশ কেটে গেছে। আহত প্রধান শিক্ষক মোঃ জাবের জানান,স্কুলের জমিতে সরকারি ভাবে সাড়ে ৭ লাখ টাকা ব্যায়ে একটি ওয়াসব্লকের কাজ চলছে দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ আলতাফুর রহমান কমরু ও আতাউর রহমান ভুট্টু(এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ি) সে কাজ থেকে চাঁদাদাবী করে আসছিল। গতকাল (সোমবার) ১২ টার সময় স্কুল চলাকালীন সময় তারা এসে প্রকাশ্য গালিগালাজ করতে থাকে এবং টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া কথা বলে। পরেআমি সহ্য করতে না পেরে নীচে নেমে তাদের স্কুল প্রাঙ্গন থেকে চলে যেতে বল্লে সাথে সাথে তারা পকেট থেকে ছুরি বের করে আমার উপর আক্রমন করে আমাকে আহত করে। পরে আমার শিক্ষিকারা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত ডাঃ অর্ণব ভট্টাচার্য্য জানান শিক্ষক জাবেরের হাতে ছুরির মারাত্বকআঘাত রয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটির সদস্য মোঃ জাবেরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন সুজন কক্সবাজার সভাপতি প্রফেসর এম এ বারী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান।