নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আযহা উপলক্ষ্যে ৩০০ পরিবারকে জনকে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহেনা আকতার পাখি। সোমবার (২০ আগস্ট) তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রাঙ্গনে এসব চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানিসহ স্থানীয় বিভিন্ন গণমান্য লোকজন।
কাউন্সিলর শাহেনা আকতার পাখি জানান, তার নামে পৌরসভা থেকে ৩০০ পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া হয়। চাল বিতরণের কার্ডগুলো তিনি তিনটি ওয়ার্ডে সমানহারে দুস্থ পরিবারকে কার্ডগুলো বিতরণ করেন। পরে তাদের মাঝে সমান হারে চাল বিতরণ করা হয়।
শাহেনা আকতার পাখি বলেন, নির্বাচিত হওয়ার পর প্রথম বরাদ্দ পেয়ে তা সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করেছি। এভাবে বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চাল পাওয়া পরিবারগুলোও খুশি হয়েছে। আগামীতেও আমি এভাবে আমার বরাদ্দ থেকে দুস্থ ও গরীব মানুষের জন্য বরাদ্দ করবো।