সিবিএন : গত ১৩ আগষ্ট প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফলে কক্সবাজার সিটি কলেজ অভাবনীয় ফলাফল করেছে । পাশের হার ৮৭% । মাস্টার্স ৬টি বিষয়ে  সর্বমোট পরীক্ষার্থী ছিল ১৫৭জন। প্রথম শ্রেণীতে পাশ করেছে  ৬৬ জন , ২য় শ্রেনীতে পাশ করেছে ৭০ জন।

জানা গেছে , ম্যানেজমেন্ট বিষয়ে পরীক্ষার্থী ছিল ৭২ জন । তৎমধ্যে প্রথম শ্রেণী পেয়েছে – ৫২ জন , ২য় শ্রেণী পেয়েছে ১৫ জন । সমাজবিজ্ঞান বিষয়ে পরীক্ষার্থী ছিল ৫৫ জন , প্রথম শ্রেণী পেয়েছে – ০৯ জন , ২য় শ্রেণী পেয়েছে ৩৬ জন । একাউন্টিং বিষয়ে পরীক্ষার্থী ছিল ০৯ জন , প্রথম শ্রেণী পেয়েছে – ০১ জন , ২য় শ্রেণী পেয়েছে ০৪ জন । ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষার্থী ছিল ০৪ জন , ২য় শ্রেণীতে পাশ করেছে ০৩ জন। অর্থনীতি বিষয়ে পরীক্ষার্থী ছিল ০৩ জন , ২য় শ্রেণীতে পাশ করেছে ০২ জন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে  পরীক্ষার্থী ছিল ১৫ জন , প্রথম শ্রেণী পেয়েছে – ০৪ জন ২য় শ্রেণীতে পাশ করেছে ১০ জন ।

উল্লেখ্য , এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাসের হার ছিল ৭২.২৫ শতাংশ।