সিবিএন:
কক্সবাজার সদরের পিএমখালীতে রাতের আঁধারে পাহাড় থেকে মাটি কাটার সময় পাহাড় ধসে এক শ্রমিক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পরানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক স্থানীয় ওবায়দুল করিম কোম্পানীর ডাম্পারের শ্রমিক বলে জানা গেছে। তবে নিহত শ্রমিকের নাম পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পিএমখালীর পরানিয়াপাড়া পাহাড় থেকে মাটি কেটে বিক্রি করছিল স্থানীয় দূর্বৃত্ত চক্র। স্থানীয় ওবায়দুল করিম কোম্পানীর নেতৃত্বাধীন ওই চক্রের সদস্যরা বৃহস্পতিবার রাতেও পাহাড় থেকে মাটি কেটে ডাম্পার বোঝাই করছিল। রাত সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে ওই পাহাড়ে ধসের সৃষ্টি হলে একজন শ্রমিক মাটি চাপা পড়ে। স্থানীয়রা খবর পেয়ে মাটি সরিয়ে চাপা পড়া শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম জানান, মাটি চাপা পড়া ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে একজন ইউপি সদস্যকে পাঠানো হয়েছে। তবে নিহত শ্রমিকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, পাহাড় চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।