বার্তা পরিবেশক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী সিকদার পাড়া নতুন বাজার নিবাসী আলহাজ্ব আনছারুল হক সিকদার গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

উল্লেখ্য, আনছারুল হক মাতারবাড়ীর মরহুম মাস্টার আহমদুল হক সিকদার এর একমাত্র পুত্র এবং সাংবাদিক আবদুল মোনায়েম খান এর মামাতো ভাই। তার আকস্মিক মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজের জানাজা বৃহস্পতিবার সকাল ১০ টায় মাতারবাড়ী নতুন বাজার সংলগ্ন আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।