মুসা ইবনে হোসাইন বিপ্লব:
চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে ৫শতাধিক দরীদ্র শিশুর ফ্রি খৎনা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারের ব্যবস্থাপনায় “রিবাট” নামক তুর্কী সংস্থা খৎনা ক্যাম্প পরিচালনাসহ সার্বিক সহায়তা প্রদান করে।
সোমবার (৩০ জুলাই) দিনব্যাপী খৎনা ক্যাম্প সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান। তুর্কি খৎনা বিশেষজ্ঞ ডাক্তার টিম ক্যাম্পে অংশগ্রহণ করে।
খৎনাকৃতদের প্রতিজনকে লুঙ্গী, গেঞ্জি, খেলনা, নাস্তা প্রদান করা হয়।
এছাড়া ওষুধপত্র বাবদ দেয়া হয় নগদ ১ হাজার টাকা।
খৎনা ক্যাম্প চলাকালে প্রচুর পরিমাণ অভিভাবকের সমাগম ঘটে।
তারা মহতি কাজের জন্য চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছাররের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সেই সাথে এরকম মানবিক কাজের বেলায় যে কোন ধরণের সহায়তা দানে চেয়ারম্যানের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয়রা।